ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

পুজোয় পশ্চিমবঙ্গে তিন হাজার টন মাছ পাঠানোর অনুমতি দিল ইউনূস সরকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৯ পিএম

পুজোয় পশ্চিমবঙ্গে তিন হাজার টন মাছ পাঠানোর অনুমতি দিল ইউনূস সরকার

 

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসান হলো । পুজোয় এবার পশ্চিমবঙ্গবাসী পাবে বাংলাদেশি ইলিশ মাছ। দুর্গাপুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে তিন হাজার টন। আজ এ বিষয়ে ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

ভারতের মৎস্য আমদানি সংগঠন-এর তরফে জানানো হয়েছে, উৎসবের জন্য প্রতি বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে এপার বাংলায় ইলিশ চলে আসে। এ বছর তা এখনও আসেনি। উৎসবের মওসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত। নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানাল, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

পার্সটুডে