ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ভীষণ চাপে বাংলাদেশ, ভারতকে হারাতে রানপাহাড় টপকাতে হবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৯ পিএম

ভীষণ চাপে বাংলাদেশ, ভারতকে হারাতে রানপাহাড় টপকাতে হবে

 ভীষণ চাপে বাংলাদেশ, ভারতকে হারাতে রানপাহাড় টপকাতে হবে

 চাপের মুখেই ব্যাট করছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে জয়ের জন্য পাহাড়সম রান ৫১৫ করতে হবে। ১৪৬ রান তুলতে প্রথম সারির ৪ উইকেট হারিয়েছে শান্তরা। তবে দিনটি শেষ করতে পারেনি আলোকস্বপ্লতার কারণে।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে বিশাল রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। তবে ৬২ রানে ওপেনিং জুটি ভেঙে যাবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এদিকে স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে দিনের শেষ সেশনের খেলা হঠাৎই বন্ধ হয়ে যায়।

শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভার ২ বল শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। ৫১ রানে অপরাজিত আছেন তিনি। সেইসাথে ক্রিজে আছেন সাকিব আল হাসানও।

এর আগে, বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। দুজনের মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।
৪৭ বলে ৩৩ রান করে জাকির আউট হলে, ৬৮ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন সাদমান। এতে দলীয় ৮৬ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। এরপর অশ্বিনের শিকার হয়ে মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন মমিনুল হক।
ব্যক্তিগত ১৩ রানে অশ্বিনের তৃতীয় শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিমও। মুশফিক আউট হবার সময় দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪৬ রান।