ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৯ পিএম

ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল

ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পর পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচনের জন্য সাবেক সহ সভাপতি তাবিথ আউয়ালের শোনা যায়। এত দিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার নিজেই নির্বাচন করার ঘোষণা দিলেন তিনি। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তাবিথ আউয়াল। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না।

হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করবো। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতরবা। সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ সভাপতি ছিলেন।