ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

আর কোনো ভুল করতে চাই না: নোবেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৯ পিএম

আর কোনো ভুল করতে চাই না: নোবেল

 

কলকাতার একটি গানের অনুষ্ঠান থেকে উত্থান গায়ক মাইনুল আহসান নোবেলের। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি। যা তাকে ভক্ত-শ্রোতার কাছাকাছি নিয়ে যেতে আরও সহযোগিতা করে।

কিন্তু একটা সময় পর ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে সমালোচনায় জর্জরিত হতে থাকেন এ সংগীতশিল্পী। এতে তার ওপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা। এরপর একটা সময় অন্ধকারে হারিয়ে যান ‘সারেগামাপা’খ্যাত এ সংগীতশিল্পী।

মাদকাসক্ত হয়ে নিজের ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দীর্ঘদিন আড়ালে থাকার পর, নিজেকে শুধরে ফিরছেন নোবেল। নিজের ভুলগুলোও বুঝতে পেরেছেন তিনি। আশা ব্যক্ত করেছেন নিয়মিত গান করারও।

নোবেল বলেন, ‘আমার কিছু কার্যকলাপ, সেসব ভুল ছিল। আমার কাছে মানুষের যা প্রত্যাশা ছিল, আমি সে অনুযায়ী চলতে পারিনি। এখন নিয়মিত আমার ভক্ত-শ্রোতাদের জন্য শুধু গানটাই গেয়ে যাব। আর কোনো ভুল করতে চাই না।’