ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং বেখেয়ালি ও লক্ষ্যহীন: আকাশ চোপড়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং বেখেয়ালি ও লক্ষ্যহীন: আকাশ চোপড়া


ভারতের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে  দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। লাল-সবুজের দল যেখানে ১২৭ রান করেছে ১৯ ওভার ৫ বলে সেই রান ভারত টপকে যায় ৪৯ বল হাতে রেখে। দুই দলের পারফরম্যান্সেও ছিল বিস্তর ফারাক। বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সের পর কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, বাংলাদেশের ব্যাটিং ছিল অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন।

আকাশ চোপড়া বলেন, বাংলাদেশের ভাইয়েরা, তোমরা কী করছো? কেমন ক্রিকেট খেলছো? আসলে ভারতের আশপাশেও আসতে পারোনি। একপেশে বলতে যা বোঝায়, ঠিক তাই। ম্যাচ কোথায় এটা তো মিস-ম্যাচ ছিল।
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিকাংশেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা কম। এমন একটি দলের বিপক্ষে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে ছিল হতাশার ছাপ। টেস্ট সিরিজেও ছিল একই দশা। ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফম্যান্সকে খুবই নি¤œমানের বলে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া।

তিনি বলেন, এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন। কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। টেস্ট সিরিজের কথা বলা যায়। চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে। তার পর থেকেই পারফরম্যান্স নি¤œমুখী। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো।