ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার ইসরাইলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ইরাকের প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

এবার ইসরাইলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ইরাকের প্রধানমন্ত্রী

 

ইহুদিবাদী ইসরাইল ইরাকের শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানিকে হত্যা করার পরিকল্পনা করেছে বলে যে খবর বেরিয়েছে এবার সরাসরি তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি।

তিনি বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যালিনা রোমানোওয়াস্কি ও কংগ্রেস সদস্য সেথ মূলটনের সঙ্গে এক বৈঠকে ওই প্রতিবাদ জানিয়েছেন। সুদানি বলেন, একজন ধর্মীয় নেতার অসম্মান গোটা মুসলিম উম্মাহর অনুভূতিকে আহত করেছে।

সম্প্রতি ইসরাইলের ১৪ নম্বর টিভি চ্যানেল দখলদার সেনাদের সম্ভাব্য হত্যা তালিকা প্রকাশ করেছে যাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি রয়েছে।

এর আগে ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের অপমানজনক পদক্ষেপের কঠোর নিন্দা এবং প্রতিবাদ করছে বাগদাদ সরকার।

বৃহস্পতিবার বাগদাদে মার্কিন রাষ্ট্রদূত ও কংগ্রেসম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সুদানির দপ্তর এক এক্স বার্তায় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী সুদানি  কঠোর ভাষায় বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ধর্মীয় ব্যক্তিত্বদের অসম্মান করে তার সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

ইরাকি প্রধানমন্ত্রী গাজা উপত্যকা ও লেবাননের বেসামরিক স্থাপনায় বর্বর ইসরাইলি হামলারও নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করেছে।

পার্সটুডে