ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরাইলের চাপ সত্ত্বেও জাতিসংঘ শান্তিরক্ষীরা লেবাননে থাকবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৭:১০ পিএম

ইসরাইলের চাপ সত্ত্বেও জাতিসংঘ শান্তিরক্ষীরা লেবাননে থাকবে


জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে তাদের অবস্থান ত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করা সত্ত্বেও শান্তিরক্ষীরা লেবাননে থাকবে।

লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি শনিবার বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের "ব্লু লাইন বরাবর অবস্থান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত" সরে যেতে বলেছে। তবে সেখানে থাকার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল।" 

ব্লু লাইন হলো লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ।

টেনেন্টি বলেন, “ইসরাইলের আক্রমণ দক্ষিণ লেবাননে তাদের অবস্থানের অনেক ক্ষতি করেছে। কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে কারণ ঘাঁটির ভেতরেও অনেক ক্ষতি হয়েছে।"

টেনেন্টি সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের আগ্রাসন খুব শিগগিরি একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে যার প্রভাব হবে বিপর্যয়কর।"

আলাদা এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, শুক্রবার গভীর রাতে বন্দুকের গুলিতে একজন শান্তিরক্ষী আহত হওয়ার পাশাপাশি নাকোরায় তাদের সদর দপ্তর আবার আঘাতপ্রাপ্ত হয়েছে। বিবৃতিতে জানোন হয়েছে- গুলিবিদ্ধ ওই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

পার্সটুডে