এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪, ১০:১০ পিএম
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আলী নাস্রি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের সদস্যদের মতো। এই দুইয়ের মধ্যে পার্থক্য কেবল সমরাস্ত্রে। ইসরাইলি সন্ত্রাসীদের কাছে রয়েছে এফ-৩৫ জঙ্গিবিমান, কিন্তু আইএস সন্ত্রাসীদের কাছে এমন সরঞ্জাম নেই।
এক্স সোশ্যাল নেটওয়ার্ক বা সাবেক টুইটারে তিনি লিখেছেন- 'বর্বরতা ব্যবস্থাপনা' নামক বই অনুযায়ী আইএস বা দায়েশের কৌশল হচ্ছে সীমাহীন সহিংসতার মাধ্যমে সমাজে ভয়-ভীতি ছড়িয়ে দেওয়া এবং ভয়-ভীতির মাধ্যমে সমাজকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলা।
আলী নাস্রিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বেসামরিক অবকাঠামোর উপর ইসনরাইলি সেনাবাহিনীর নৃশংস আক্রমণের উদ্দেশ্যও ভয়-ভীতি সৃষ্টি ও ধ্বংসের মাধ্যমে প্রতিপক্ষকে বিপর্যস্ত করা।
আইডিএফ নামে পরিচিত ইসরাইলি সশস্ত্র বাহিনী এফ-৩৫ জঙ্গিবিমান নিয়ে আইএস সন্ত্রাসীদের ভূমিকায় নেমেছে। আদতে ইসরাইলি সেনারা এফ-৩৫ জঙ্গিবিমানের অধিকারী আইএস সন্ত্রাসী।
পার্সটুডে