ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

নীতি-কৌশলের দিক থেকে আইএস সন্ত্রাসী ও ইসরাইলি সেনার মধ্যে কোনো পার্থক্য নেই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ১০:১০ পিএম

নীতি-কৌশলের দিক থেকে আইএস সন্ত্রাসী ও ইসরাইলি সেনার মধ্যে কোনো পার্থক্য নেই


বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আলী নাস্‌রি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের সদস্যদের মতো। এই দুইয়ের মধ্যে পার্থক্য কেবল সমরাস্ত্রে। ইসরাইলি সন্ত্রাসীদের কাছে রয়েছে এফ-৩৫ জঙ্গিবিমান, কিন্তু আইএস সন্ত্রাসীদের কাছে এমন সরঞ্জাম নেই।

এক্স সোশ্যাল নেটওয়ার্ক বা সাবেক টুইটারে তিনি লিখেছেন- 'বর্বরতা ব্যবস্থাপনা' নামক বই অনুযায়ী আইএস বা দায়েশের কৌশল হচ্ছে সীমাহীন সহিংসতার মাধ্যমে সমাজে ভয়-ভীতি ছড়িয়ে দেওয়া এবং ভয়-ভীতির মাধ্যমে সমাজকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলা।

আলী নাস্‌রিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বেসামরিক অবকাঠামোর উপর ইসনরাইলি সেনাবাহিনীর নৃশংস আক্রমণের উদ্দেশ্যও ভয়-ভীতি সৃষ্টি ও ধ্বংসের মাধ্যমে প্রতিপক্ষকে বিপর্যস্ত করা।

আইডিএফ নামে পরিচিত ইসরাইলি সশস্ত্র বাহিনী এফ-৩৫ জঙ্গিবিমান নিয়ে আইএস সন্ত্রাসীদের ভূমিকায় নেমেছে। আদতে ইসরাইলি সেনারা এফ-৩৫ জঙ্গিবিমানের অধিকারী আইএস সন্ত্রাসী।

পার্সটুডে