ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

৪৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটাই শেখ হাসিনার পদত্যাগপত্র : মেজর হাফিজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

৪৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটাই শেখ হাসিনার পদত্যাগপত্র : মেজর হাফিজ




বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। ৪৫ মিনিটে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এটাই তার পদত্যাগ পত্র। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও পতিত স্বৈরাচার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে আলোচনা সভা করেছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সোমবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। যারা নির্বাচন পেছাতে চায়, তারা স্বৈরাচারের দালাল বলেও মন্তব্য করেন, বিএনপি নেতারা। শেখ হাসিনার দোসরদের প্রশাসন থেকে ছুড়ে ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে আছে এবং তারাই জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।