ঢাকা, সোমবার, মার্চ ৩১, ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Logo
logo

‘আমাকে জড়িয়ে ধরো না, আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব, তুমিও এভাবে ধরবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৪:১০ পিএম

‘আমাকে জড়িয়ে ধরো না, আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব, তুমিও এভাবে ধরবে

আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরব, তুমিও এভাবে ধরবে: কাঞ্চন-শুভশ্রীর

নায়িকা কাঞ্চনকে জাপটে ধরে বলতে শোনা যায়, কালকে বললে যে সোনা কোমরে ব্যথাটা কীসের জন্য হল বলব? এরপর শুভশ্রীর আবদার করে বলেন,

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চল মল্লিক প্রায় সময়ই সংবাদের শিরোনাম হয়েছেন তার একাধিক বিয়ের জন্য। বিশেষ করে তৃতীয়বারের মত যখন শ্রীময়ীকে বিয়ে করলেন; তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চায় থাকেন কাঞ্চন। এরমধ্যে আরজি কর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শুধু দলে নয়, ইন্ডাস্ট্রিতেও কোণঠাসা হয়েছে এই অভিনেতা। 

এসবের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে তার আদুরে আলাপের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, শুভশ্রী গাল টিপে আদর করছেন কাঞ্চনকে আর পিছনে রয়েছে সায়ন্তিকা।

এরপর কাঞ্চনের ভাব কাটাতেই পরিচালক রাজ চক্রবর্তী পাশ থেকে বলে উঠলেন, ‘জড়িয়ে ধর’। এই ভিডিওটি রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবির সেটের। যে ছবিতে দীর্ঘদিন পর আবারও রাজের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রীকে। 

তখনও তাদের প্রেমের কাহিনি শুরু হয়নি। ছবির নায়কের চরিত্রে ছিলেন জিৎ। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিমানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখ মিলেছিল কাঞ্চনের। শ্যুটিং-এর ফাঁকের এই খুনসুটির দৃশ্য সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজে ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, শুভশ্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাবলি ছবিতে, যা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। মেয়ে ইয়ালিনির জন্মের পর এই একমাত্র ছবিতে কাজ করেছেন শুভশ্রী। আপাতত মাতৃত্ব আর ক্যারিয়ার দুটো ব্যালেন্স করেই চলতে চান নায়িকা। এখনও নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি।