ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ক্ষমতায় থাকার চেষ্টায় কানাডা সরকারের অভিবাসন নীতিতে পরিবর্তন!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

ক্ষমতায় থাকার চেষ্টায় কানাডা সরকারের অভিবাসন নীতিতে পরিবর্তন!


কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অভিবাসী নেওয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে কানাডা। এর মধ্য দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টায় কানাডা সরকারের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

কানাডা সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে।

চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। অর্থাৎ পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা এ বছরের তুলনায় অনেকটাই কমে আসবে।

সূত্র আরও জানিয়েছে, ২০২৫ সালে কানাডার সাময়িক বাসিন্দা হিসেবে অভিবাসী নেওয়ার সংখ্যা ৩০ হাজার কমে প্রায় ৩ লাখে নেমে আসবে।

অভিবাসী নেওয়ার এসব সংখ্যা সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্টের প্রতিবেদনে প্রথম জানা যায়।

কানাডা দীর্ঘদিন ধরে অভিবাসীদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে বিবেচিত। অভিবাসী নেওয়ার ক্ষেত্রেও দেশটি তুলনামূলক উদার। যদিও কয়েক বছর ধরে দেশটিতে অভিবাসীসংক্রান্ত আলোচনা–সমালোচনা বেড়েছে।

দেশটিতে আবাসনসংকট থেকে শুরু করে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, বেহাল স্বাস্থ্যসেবা—এসব কিছুর জন্য অভিবাসীদের দায়ী করেন অনেকেই।

২০২৫ সালের অক্টোবরের মধ্যে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে অভিবাসী ইস্যুটি দেশটির রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কানাডায় অনেক অভিবাসী রয়েছেন, এমন চিন্তা করা মানুষের সংখ্যা দেশটিতে বাড়ছে।