ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতে ইরানি নেতৃবৃন্দের বার্তা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম

সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতে ইরানি নেতৃবৃন্দের বার্তা 


লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র কার্য-নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতে অভিনন্দন ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ইরানের নেতৃবৃন্দ। 

গত ২৩ অক্টোবর হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরাইলের সন্ত্রাসী হামলায় জনাব সাফিউদ্দিনের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। 

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ফিলিস্তিন ও লেবাননের মজলুম জনগণের প্রতিরক্ষায় ও প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার ক্ষেত্রে  শহীদ সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের নানা বীরত্ব ও সংগ্রামী দিকের কথা তুলে ধরে বলেছেন, নিঃসন্দেহে যতদিন মজলুম ফিলিস্তিনি ও লেবাননি জাতির বিরুদ্ধে জুলুম, অপরাধযজ্ঞ ও দখলদারিত্ব অব্যাহত থাকবে আগ্রাসী ইহুদিবাদী ও এর সহযোগীদের বিরুদ্ধেও প্রতিরোধ ও জিহাদও জোরদার হতে থাকবে।  

ইরানের সংসদ স্পিকার মুহাম্মাদ বাকির কলিবফও হিজবুল্লাহ'র কার্য-নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতে অভিনন্দন ও সমবেদনা জানিয়ে বলেছেন, জনাব সাফিউদ্দিন ছিলেন গাজা, ফিলিস্তিন ও লেবাননের প্রতি সহায়তা ও ইসলামের পবিত্রতার প্রতিরক্ষা এবং ইসলামী ঐক্যের প্রতীক। তিনি বলেন, দখলদার ও হিংস্র পশু প্রকৃতির অধিকারী ইহুদিবাদীরা প্রতিরোধ যোদ্ধা ও মুজাহিদদের মোকাবেলায় ব্যর্থ ও অক্ষম হয়ে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী কাঠামো বা সংগঠনের কোনো ক্ষতি করতে না পেরে প্রতিরক্ষাহীন জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ও এবার এক পৈশাচিক অপরাধযজ্ঞ চালিয়ে প্রতিরোধ ফ্রন্টের অমর নেতৃবৃন্দকে শহীদ করেছে।  

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেয়িও এক বার্তায় বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বিলুপ্ত হবার পথে রয়েছে এবং প্রতিরোধ অক্ষের নেতৃবৃন্দ ও কমান্ডারদের শাহাদাত ইহুদিবাদ-বিরোধী সংগ্রামে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিঃসন্দেহে প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দের শাহাদাতের ফলে এই পথের সহযোগীদের ও বীর প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় ইচ্ছা ও বিশ্বাসে এবং মুসলিম জাতিগুলোর ও এ অঞ্চলের মুক্তিকামীদের মধ্যে ইসরাইলি দখলদারিত্ব ও জুলুম আর বিরোধী লড়াইয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।
পার্সটুডে