ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বেনাপোল টার্মিনালে গ্রীলাইন পরিবহন থেকে ১০টি স্বর্নের বার উদ্ধার 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৩ জুন, ২০২২, ০৪:০৬ পিএম

বেনাপোল টার্মিনালে গ্রীলাইন পরিবহন থেকে ১০টি স্বর্নের বার উদ্ধার 

বেনাপোল টার্মিনালে গ্রীলাইন পরিবহন থেকে ১০টি স্বর্নের বার উদ্ধার 

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে গ্রীলাইন পরিবহন থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্নের বার উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

যশোর ৪৯বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ¦ সিদ্দিকী জানান,বেনাপোল সীমান্ত দিয়ে   ভারতে একটি স্বর্নের চালান পাচার হচ্ছে গোয়েন্তা তথ্যে জানতে পারে বিজিবি। বৃহস্পতিবার সকালে বিজিবির চৌকস একটি দল বেনাপোল বাসটার্মিনালে গ্রীন লাইন পরিবহনে অভিযান চালায়। 

এসময় পরিত্যাক্ত একটি ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয় ছোট বড় সাইজের ১০টি স্বর্নের বার। যার ওজন ৭শ ৮০ গ্রাম। তবে কাউকে সনাক্ত করতে পারেনি তারা। সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ রাখছেন তারা। জব্দকৃত স্বর্ন কাষ্টমসে জমাদেওয়ার প্রস্ততি চলছে বলে জানান তিনি।