ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

আম্মার মাহমুদ তার প্রেমিকাকে যৌন দাসীতে পরিণত করেছিলো 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম

আম্মার মাহমুদ তার প্রেমিকাকে যৌন দাসীতে পরিণত করেছিলো 


মার্কিন মডেল ও গায়িকা মায়া উইলো সিয়াস শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন নিউ ইয়র্ক সিটির প্লাস্টিক সার্জন আম্মার মাহমুদের বিরুদ্ধে। আম্মার মাহমুদ মায়া উইলো সিয়াসের বয়ফ্রেন্ড। এ নিয়ে মায়া তার বিরুদ্ধে একটি মামলাও করেছেন।

মামলায় মায়া উল্লেখ করেছেন, তাকে যৌন দাসীতে পরিণত করেছিলেন তার বয়ফ্রেন্ড আম্মার মাহমুদ। তার আঘাত এতটাই গুরুতর ছিল যে তার চোখ ফুলে গেছে এবং তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। গণমাধ্যমটিকে মায়া বলেন, ও (আম্মার) আমার চোখে সুই দিয়ে আঘাত করেছে। আমাকে জঘন্যভাবে আহত করেছে।

মায়া আরও বলে, আম্মারের সফল মেডিকেল ক্যারিয়ারের আড়ালে তার একটি ভয়াবহ রূপ লুকিয়ে আছে। তিনি চরম মাত্রায় মাদকাসক্ত ও যৌন আসক্ত। নারীদের বিরুদ্ধে সহিংসতার ইতিহাসও রয়েছে তার।