ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

এই সময় সবার সাকিবের পাশে থাকা উচিত : মিরাজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম

এই সময় সবার সাকিবের পাশে থাকা উচিত : মিরাজ


নিরাপত্তা ইস্যুতে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান। গত সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন তিনি। তবে গত ৫ই আগস্ট সরকার পতনের পর তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। যে কারণে আগে থেকে ঘোষণা দিলেও মিরপুরে শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব। তবে এই খারাপ সময়ে সবার সাকিবের পাশে থাকা উচিত বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উপকেটে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবের বিষয়ে মিরাজ বলেন,  ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারও অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারবো না। ’

তিনি বলেন, ‘সাকিব ভাই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, সবার তার পাশে থাকা উচিত।’