এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম
সৌদি আরব, মালয়েশিয়া, পাকিস্তান এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক পৃথক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
পার্সটুডে আরও জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দফতর একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আজ (শনিবার) ইহুদিবাদী ইসরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসব আগ্রাসী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে কোনো কোনো এলাকায় যৎসামান্য ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ বিবৃতি দিয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসেছে, দেশটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর গতরাতে ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছে। ওই হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসাবে বিবেচনা করে মালয়েশিয়া।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইলি সামরিক আগ্রাসন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। সৌদিআরব ওই আগ্রাসী হামলার নিন্দা জানায়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বিশ্ব সমাজের প্রভাবশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়।
ইসরাইল এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে পশ্চিম এশীয় অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটতে পারে এবং আরও বড় রকমের সংকট সৃষ্টি হতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ও একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলা ইরানের সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এই আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও ওমান মনে করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পার্সটুডে