ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়


ইরানের সামরিক কেন্দ্রের কিছু অংশে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পার্সটুডে আরও জানায়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী, ইরান বহির্শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে বলে মনে করে।

পার্সটুডে আরও জানায়, ইহুদিবাদী ইসরাইল আজ (শনিবার) গতরাতে ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসব আগ্রাসী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দফতর জানিয়েছে, কোনো কোনো এলাকায় যৎসামান্য ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ইরানি জাতি নিজস্ব নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ সকল স্বার্থ রক্ষার জন্য এবং সেইসাথে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক দায়বদ্ধতা রয়েছে বলে মনে করে। সেইসঙ্গে বলা হয়েছে: এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় সকল দেশেরই দায়িত্ব রয়েছে।

যারা দখলদার ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সেসব আঞ্চলিক শান্তিপ্রিয় দেশগুলোর প্রশংসা করা হয়েছে ওই বিবৃতিতে।

পার্সটুডে