ঢাকা, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Logo
logo

হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের ৯ বছর পর বিয়ে করলেন সুজানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের ৯ বছর পর বিয়ে করলেন সুজানা


অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বিশেষ করে ২০১৫ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই  টিভি নাটকে তাঁর উপস্থিতি কমতে থাকে। শেষদিকে এসে একেবারেই হারিয়ে যান তিনি। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। কারণ বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি।

এবার সুসংবাদ দিয়ে আবারও শিরোনাম হলেন সুজানা। চুপিসারে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্রের নাম জায়াদ সাইফ। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

ওই ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা গেছে। মন্তব্যর ঘরে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের উত্তরও দিয়েছেন সুজানা।

তবে অভিনেত্রী স্বামীর পরিচয় বিস্তারিত জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা যাচ্ছে, জায়াদ দুবাইয়ের শেখ। এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাঁরা বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় এই দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।