ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছে রয়েছে বিশ্ব: ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছে রয়েছে বিশ্ব: ট্রাম্প


তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছে রয়েছে বিশ্ব, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার জর্জিয়ায় নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। 

নির্বাচনি সমাবেশে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ছে বলে জানান ট্রাম্প। এসময়, ডেমোক্র্যাটদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভুল পথে যাচ্ছে বলে দাবি করেন তিনি। 

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পকে জর্জিয়ায় জয়ী হতে হবে। কমলা হ্যারিসকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য এখানে জিততে হবে এমন নয়। তবে তিনি যদি অন্যান্য সুইং স্টেটে ব্যর্থ হন তবে জর্জিয়ায় জয় পাওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

এর আগে রোববার ম্যাডিসন স্কয়ারে নির্বাচনি সমাবেশে, ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র বাইরের দেশে যুদ্ধ করবে না বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে, মিশিগানে নির্বাচনি প্রচারণায় মার্কিন জনগণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নেই বলে দাবি করেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এসময় ট্রাম্পকে আইকিউ টেস্টের চ্যালেঞ্জ জানান কমলা।