ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে দেয়া যাবে না


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে দেয়া যাবে না


মধ্যপ্রাচ্যকে কোনভাবেই অস্থিতিশীল করতে দেয়া যাবে না বলে একমত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব।

গতকাল (সোমবার) এক টেলিফোন আলাপে এই ঐকমত্য পোষণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তারা বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষুন্ন করতে পারে এমন যেকোনো ধরনের কার্যক্রম এড়িয়ে চলা জরুরি। 

গত শনিবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর পর দুই মন্ত্রী টেলিফোনে এসব কথা বলেন। ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। এছাড়া, মধ্যপ্রাচ্যে বেড়ে চলা উত্তেজনাকর পরিস্থিতির পরিণতি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। 

গত এক বছরের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এছাড়া, সম্প্রতি লেবাননের ওপর দখলদার ইসরাইল আগ্রাসন জোরদার করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী নেতাদের একের পর এক শহীদ করে চলেছে দখলদার এই শক্তি। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ নীরব রয়েছে।

পার্সটুডে