এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম
ইহুদিবাদী ইসরাইলের আরো একজন রিজার্ভ সেনাকে সামরিক দায়িত্ব পালনে ডাকার পর সে আত্মহত্যা করেছে। ইসরাইলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা গতকাল (সোমবার) ওই সেনার নাম পরিচয় প্রকাশ না করে জানিয়েছে, ‘সে তার নিজের জীবন শেষ করে দিয়েছে।’
এর এক সপ্তাহেরও কম সময় আগে আসাফ নামক আরেক ইসরাইলি রিজার্ভ সেনাকে যুদ্ধে যাওয়ার জন্য তলব করা হলে সে আত্মহত্যা করেছিল। ওই সেনার নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেছিল ইহুদিবাদী গণমাধ্যমগুলো।
এর আগে গত মাসে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছিল, গাজা উপত্যকায় গণহত্যায় অংশগ্রহণ শেষে ইসরাইলে ফিরে গিয়ে এক দখলদার সেনা আত্মহত্যা করেছে। ৪০ বছর বয়সি ওই ইসরাইলি সেনার নাম এলিরান মিজরাহি বলে উল্লেখ করা হয়।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ঠিক কতো ইহুদিবাদী সেনা আত্মহত্যা করেছে তার পরিসংখ্যান প্রকাশ করতে কড়াকড়ি আরোপ করে রেখেছে তেল আবিব। এছাড়া, বিভিন্ন অনানুষ্ঠানিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, গাজা যুদ্ধে অংশগ্রহণ শেষে হাজার হাজার ইসরাইলি সেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য তার ভাষায় গাজা থেকে ‘হামাসকে নির্মূল’ না করা পর্যন্ত থামবেন না বলে প্রত্যয় জানিয়েছেন। অবশ্য হামাসের পাশাপাশি বহু ইসরাইলি কর্মকর্তাও দাবি করছেন, হামাসকে নির্মূল করা সম্ভব নয়।
পার্সটুডে