ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

দেশের বিরুদ্ধে আগ্রাসনের বেদনাদায়ক জবাব দেয়া হবে: জেনারেল হামিদ ওয়াহিদি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

দেশের বিরুদ্ধে আগ্রাসনের বেদনাদায়ক জবাব দেয়া হবে: জেনারেল হামিদ ওয়াহিদি

 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যদি কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে বেদনাদায়ক জবাব দেয়া হবে। ইরানের জবাবে ইহুদিবাদীরা তাদের ভুলের জন্য অনুতপ্ত হতে বাধ্য হবে। 

আজ (মঙ্গলবার) এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ইরানের জনগণ নিশ্চিতভাবে বিশ্বাস করেন, যেকোন আগ্রাসনের মুখে তারা তাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারবেন।

জেনারেল ওয়াহিদি আরো বলেন, দেশের প্রতিরক্ষা কর্মসুচির ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের ইয়াসিনি সামরিক ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ঘাটির সেনারা অপারেশন ট্রুপ প্রমিজের পর নিজেদের দেশ রক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত ছিল। ইসরাইলের আগ্রাসনে ইয়াসিনি সামরিক ঘাঁটির পাইলটদের প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন জেনারেল ওয়াহিদি।

পহেলা অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজ-টু পরিচালনা করে।

আঞ্চলিক কিছু দেশ মানবাধিকারের কথা বলে অথচ তারা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিষয়ে চুপ রয়েছে; এ নিয়েও প্রশ্ন তোলেন ইরানের বিমান বাহিনীর প্রধান।

পার্সটুডে