ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

হিজবুল্লাহর হামলায় হাইফা এখন ভূতুড়ে শহর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১২:১১ পিএম

হিজবুল্লাহর হামলায় হাইফা এখন ভূতুড়ে শহর


লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরাইলের দখল করা হাইফা বন্দরনগরী ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। হাইফা হচ্ছে দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র। 

গতকাল (মঙ্গলবার) ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাইফা নগরী এখন আর কোনমতেই কোলাহলপূর্ণ শহর এবং পর্যটনকেন্দ্র নয়, বরং এটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শহরে পরিণত হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা ইসরাইলি গণমাধ্যমকে জানিয়েছেন, হাইফার পরিস্থিতি এখন খুবই হতাশাজনক। ভূমধ্যসাগর তীরবর্তী এই শহরে হোটেল ব্যবসা দ্রুত বন্ধ হচ্ছে এবং অন্যান্য ব্যবসাও ইসরাইলের বাইরে চলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী হাইফা শহরের লোকজনকে ঘরের ভেতরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর আগ্রাসন জোরদার করার পর হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার-বিরোধী অভিযান জোরদার করেছে এবং এ পর্যন্ত হাইফা নগরীকে লক্ষ্য করে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

পার্সটুডে