ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

২৪ ঘণ্টায় ২ জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস করল রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুন, ২০২২, ০২:০৬ পিএম

২৪ ঘণ্টায় ২ জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস করল রাশিয়া

২৪ ঘণ্টায় ২ জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ইউক্রেনের দু'টি জঙ্গিবিমান ও ১৯ ট্যাংক ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কুনাশেঙ্কোভ আজ (শুক্রবার) বলেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে খারকিভ ও নিকোলাভ এলাকায় ইউক্রেনের দু'টি সুখুই-২৫ জঙ্গিবিমান ধ্বংস হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিমান ও কামানের হামলায় ১৯টি ট্যাংক ধ্বংস এবং ৬২০ জন ইউক্রেনীয় গেরিলা নিহত হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, গত ১০ দিনে লুহানস্কের ১০টি আবাসিক এলাকা মুক্ত করা সম্ভব হয়েছে। কয়েকটি এলাকায় কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলারও দাবি করেন তিনি।

লুহানস্কের একটি নতুন এলাকা রুশ বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে এই অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে ২১ ফেব্রুয়ারি তিনি দোনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র দুনেস্ক ও লুহানেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে