ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ পিএম

প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল


আজ ১ ডিসেম্বর ২০২৪ রোববার বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিট লন্ডন থেকে এক বিবৃতি দিয়েছেন।

২১ আগস্ট মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বিবৃতি জানিয়ে তিনি বলেছেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।

বিচারিক আদালতের রায় বাতিল করে আজ ১ ডিসেম্বর রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়।

বিএনপি মহাসচিব আরো বলেন এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমান-কে অভিযুক্ত করেছিলো।

তারেক রহমান-এর বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগত ভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্র মূলক ছিলো।

এই রায়ে বিএনপি মহাসচিব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তারা শুকরিয়া আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য।