ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসে আবার ভেতরে প্রবেশ করতে না পেরে ফিরত গিয়েছেন।

জানা যায়, এতে অংশ গ্রহণ করা  আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকায় ফিরে যান  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো ছাড়া বাকিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, এ তথ্য আগেই জানানো হয়েছিল। সেখানেই নিজের মতামত তুলে ধরতে গিয়েছিলেন কর্নেল অলি। 

এলডিপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপদেষ্টা আদিলুর রহমান খান এলিডিপি সভাপতিকে আজকের বৈঠকে আমন্ত্রণ জানান। তাই দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়েছিলেন তিনি। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল, তাতে নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি।

এলিডিপির ওই সূত্র আরও জানিয়েছে, পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবারও যোগাযোগ করা হয়েছিল কর্নেল অলির সঙ্গে। তাকে আসতেও বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।

গতকাল সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।