ঢাকা, বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪ | ৪ পৌষ ১৪৩১
Logo
logo

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত অক্ষয় কুমার, চোখে গুরুতর আঘাত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত অক্ষয় কুমার, চোখে গুরুতর আঘাত


বলিউডে ‘অ্যাকশন কমেডি’ হিরো অক্ষয় কুমার। সমকালীন নায়কদের মধ্যে নিজেকে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনো মারদাঙ্গা কাজ করেন, স্টান্টেও মাহীর। সম্প্রতি সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘হাউসফুল ৫’ সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। সেখানেই স্টান্ট করতে গিয়ে আচমকা কিছু একটি অক্ষয়ের চোখে ঢুকে যায়। পরে দ্রুত চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে। তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে এদিন বাকি তারকারা শুটিং চালিয়ে গেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চোখে গুরুতর আঘাত পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার। কারণ আর কয়েক দিনের কাজ বাকি। তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না অভিনেতা।

‘হাউসফুল ৫’ সিনেমার স্টার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন—অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, নার্গিক ফাখরি, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া, জনি লিভার, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।

২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা ‘হাউসফুল ৫’ সিনেমার। তবে অক্ষয়ের সুস্থতার ওপর শুটিং শেষ হওয়াটা অনেকটাই নির্ভর করছে।