ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে যা বলল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে যা বলল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস


স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় হামলা শুরু করেছে ইসরায়েল।বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আসাদের পতনের পর এখন পর্যন্ত ৪০০টি হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও তারা বাফারজোনে আগ্রাসন চালিয়েছে। ১৯৭৪ সালের পর থেকে এই অঞ্চলটিই দুই দেশকে আলাদা করে রেখেছিল।

দুজারিকের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ থেকে এএফপি জানায়, গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘন, বিশেষ করে দেশটির বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয় যা লেবাননেও ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে আসাদের সহযোগী হিজবুল্লাহর ওপর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। বছরব্যাপী লড়াইয়ের পর গত ২৭শে নভেম্বর হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেদিনই বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলেপ্পো দখল করে নেয় হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস এর নেতৃত্বে সিরিয়ার বিরোধী গোষ্ঠী। এর ১২ দিনের মাথায় ক্ষমতা ও দেশ ছাড়েন বাশার আল-আসাদ।