ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রত্যেক ইসরায়েলি স'ন্ত্রা'সী নয়তো স'ন্ত্রা'সীর সন্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

প্রত্যেক ইসরায়েলি স'ন্ত্রা'সী নয়তো স'ন্ত্রা'সীর সন্তান


মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতন ও বর্বরতার কারণে ইসরায়েলিদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের দাবি অনুযায়ী, রানি মনে করতেন, প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান।

সম্প্রতি লন্ডনে ইস হাইফার টেকনিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রিভলিন এ কথা বলেন।

সোমবার (০৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রিভলিন বলেন, ‘আমাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল। কারণ, তিনি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান।’

তিনি আরও বলেন, রানির আমলে ইসরায়েলিদের জন্য বাকিংহ্যাম প্রাসাদ ছিল প্রায় নিষিদ্ধ এলাকা। কোনো ইসরায়েলি কর্মকর্তাকে প্রাসাদে প্রবেশ করতে দেওয়া হতো না। তবে আন্তর্জাতিক কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে এতে ব্যতিক্রম ঘটত।

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের বিভিন্ন দেশ সফর করলেও কখনোই ইসরায়েলে যাননি। তবে তার ছেলে, বর্তমান রাজা তৃতীয় চার্লস, তিনবার ইসরায়েল সফর করেছেন।

১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইটঝাক রাবিন এবং ২০১৬ সালে শিমন পেরেজের শেষকৃত্যে অংশ নিতে দুবার ইসরায়েল সফরে যান তৃতীয় চার্লস। ২০২০ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তুলনা করে রিভলিন বলেন, তৃতীয় চার্লস ইসরায়েলিদের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। এমন বক্তব্য ইসরায়েলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ইসরায়েল-ব্রিটেন সম্পর্কের অতীত ইতিহাস ও রানির অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।