ঢাকা, বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪ | ৪ পৌষ ১৪৩১
Logo
logo

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ছাড়িয়েছে ৪৫ হাজার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ছাড়িয়েছে ৪৫ হাজার


গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বেশিরভাগেরই পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬২ জন। তবে অনেকের মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ মারা।

আল জাজিরা জানায়, গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের হামলা অব্যাহত আছে।