ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে ডি মারিয়ার সংশয়


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে ডি মারিয়ার সংশয়

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে ডি মারিয়ার সংশয়

২০০৮ অলিম্পিকে নাইজেরিয়াকে হারিয়ে আর্জেন্টিনা যে সোনা জিতলো, সে ফাইনালে জয়সূচক গোল করেছিলেন আনহেল ডি মারিয়া। সেটা ছিল বয়সভিত্তিক দলের সাফল্য। ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়ে জাতীয় দল গত বছর যে কোপা আমেরিকা জয় করল, সেখানেও ডি মারিয়ার গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। 

এ মাসের শুরুতে ইউরোজয়ী ইতালির বিপক্ষে হওয়া বহুল আলোচিত লা ফিনালিসিমা ম্যাচেও গোল করেছেন, ম্যারাডোনা ও উত্তর যুগে আর্জেন্টিনার জাতীয় দলকে দ্বিতীয় শিরোপা জেতাতে রেখেছেন ভূমিকা। সে ডি মারিয়াই বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে সংশয়ে।

বয়স তো আর কম হলো না। সদ্য পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়া এই উইঙ্গারের বয়স এখন ৩৪। তরুণ অনেক খেলোয়াড়ই জাতীয় দলে কড়া নাড়ছেন। নিকোলাস গঞ্জালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, ইজেকিয়েল জেবায়োস ও হুলিয়ান আলভারেজের মতো অনেক ফরোয়ার্ডই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। ডি মারিয়া নিজেও বোঝেন সেটা। আর তিনি বোঝেন বলেই বছরের শেষে আয়োজিত হতে যাওয়া কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দলে আদৌ জায়গা হবে কি না, সেটা বুঝতে পারছেন না তিনি।

টিনঅ্যান্ডটি স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে সে সংশয়ের কথাই তুলে ধরেছেন তিনি। সঙ্গে এটাও বোঝেন, বিশ্বকাপে দলে কারওর জায়গা যদি পাকা হয়ে থাকে, সেটা লিওনেল মেসি, ও-ই একমাত্র খেলোয়াড়, যার বিশ্বকাপ দলে জায়গা পাকা।