ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিলো পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:১২ পিএম

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিলো পাকিস্তান


টানা দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিলো পাকিস্তান। তারা আফ্রিকাকে ৮১ রানে হারিয়েছে। 

বাবর, রিজওয়ান ও কামরানের ফিফটিতে ৩২৯ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদি আর নাসিম শাহর পেসে ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

কেপটাউনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক। আর ২৫ রান করেন সাইম আইয়ুব। তবে রান পেয়েছেন দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৭৩ আর রিজওয়ান করেন ৮০ রান। এরপর মিডল অর্ডারে সালমান আগার ৩৩ আর কামরান গুলামের ৬৩ রানের টর্নেডো ইনিংসে ৩২৯ রানের বড় পুঁজি পায় অতিথিরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে কোয়েনা মাফাকার শিকার ৪ উইকেট। মার্কো ইয়ানশ্যেন তুলে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে চাপে রাখেন নাসিম শাহ ও আবরার আহমেদ। বাভুমা ১২, ডি জর্জি ৩৪, ফন ডার ডুসেন ২৩, মার্করাম ২১ রানের ছোট ছোট ইনিংস খেলে আউট হয়েছেন। তবে একাই লড়ছিলেন হাইনরিখ ক্লাসেন। কিন্তু আগ্রাসী ৯৭ রানের ইনিংস খেলার পর এই ব্যাটারকে ফেরান নাসিম। শেষ দিকে শাহীন আফ্রিদি প্রোটিয়াদের লেজ ছেটে দিলে দলটি অলআউট হয় ২৪৮ রানে।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি নিজের ঝোলায় পোরেন ৪টি উইকেট। আরেক পেসার নাসিম শাহ ৩টি এবং স্পিনার আবরার আহমেদ শিকার করেন ২টি উইকেট।