ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে ঐক্য চাই: মিজানুর রহমান মিজু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২২, ০৮:৩৯ পিএম

অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে ঐক্য চাই: মিজানুর রহমান মিজু

অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে ঐক্য চাই: মিজানুর রহমান মিজু

জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি'র চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে ঐক্য চাই। বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বেই সেই ঐক্য গড়ে তুলতে হবে। স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৬ এপ্রিল) মতিঝিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকল ধর্ম বর্ণের বাঙ্গালি জনগোষ্ঠীর আত্মত্যাগের মাধ্যমেই আমাদের স্বাধীনতা। আর অসম্প্রদায়িক চেতনা নিয়েই সে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দ্রুত উন্নত দেশে রূপান্তরিত হওয়ার পথে বাংলাদেশ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা এখন দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি। সাংস্কৃতিক সমৃদ্ধিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে আমাদের জাতিগত ঐক্য সুদৃঢ় হবে, আত্মমর্যাদাবোধ সৃষ্টি হবে।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কাজী আরিফ ফাউন্ডেশনের চেয়ারম্রান কাজী মাসুদ আহমেদ, ন্যাপ-ভাসানী মোসতাক আহমেদ, কৃষক-শ্রমিক পার্টির চেযারম্যান সিরাজুল ইসলাম, উন্নয়ন পার্টির চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারন সম্পাদক রোকনউদ্দিন পাঠান, দলের উপদেষ্টা প্রীতি শর্মা, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান, দলের যুগ্ম মহাসচিব সিএম মানিক, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন চৌধুরী প্রমুখ।