ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

আধিপত্যবাদ ও ইহুদিবাদের চরিত্রই জল্লাদিপনা, ওরা নতজানুর গলা কাটে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ পিএম

আধিপত্যবাদ ও ইহুদিবাদের চরিত্রই জল্লাদিপনা, ওরা নতজানুর গলা কাটে


টুডে-ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার বা কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইয়্যেদ আবদুররাহিম মুসাভি মনে করেন গাজা ও ফিলিস্তিনের মুজাহিদ তথা প্রতিরোধ যোদ্ধারা আধিপত্যকামী ব্যবস্থার প্রকৃত ছবি তুলে ধরেছে স্পষ্ট আয়নার মতই। 

তিনি বলেছেন, দাম্ভিক ও ইহুদিবাদীদের বস্তুবাদী ও খোদাদ্রোহী মগজগুলো মনে করছে যে এই আয়না ভেঙ্গে ফেললে ওই মুজাহিদদের লক্ষ্যগুলো হারিয়েছে; কিন্তু তারা এই সত্য অগ্রাহ্য করছে যে একটি আয়নাকে ভেঙ্গে হাজার টুকরা করলেও তা সত্যের আলোরই প্রতিফলন ঘটায় ও মিথ্যার কদর্যতা বা কালিমাও প্রকাশ করে দেয়।

মেজর জেনারেল সাইয়্যেদ আবদুররাহিম মুসাভি আরও বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ তার বিস্ময়কর দৃঢ়তা নিয়ে এক নতুন দৃশ্যপট তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে এবং তারা অপরাধী, মিথ্যাবাদী ও মুনাফিকদের প্রকৃতিও তুলে ধরেছে বিশ্ব ও ইতিহাসের কাছে। 

ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আরও বলেছেন, যদি প্রতিরোধ আন্দোলন সাধারণ পদ্ধতিগুলোর মাধ্যমে তাদের মজলুম হওয়ার বিষয়টি ও সত্যের আহ্বানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইত তাহলে বিপুল অর্থ খরচ করেও ও অনেক সময় ব্যয় করেও তা করতে সক্ষম হত না, কিন্তু বর্তমান বিশ্বে ফিলিস্তিনের নাম ও ফিলিস্তিনি প্রতিরোধের আদর্শ বিশ্বের সব সত্য-সন্ধানীর কান ও হৃদয়ে পৌঁছে গেছে। 

তিনি আরও বলেছেন, ইতিহাসের পরিক্রমায় আমরা দেখেছি কোনও সমাজ বা দেশ যখন প্রতিরোধের পথ ছেড়ে দেয়, ইতিহাস আমাদের এ শিক্ষা দেয় যে নতজানু হওয়ার জন্য যেসব মূল্য শোধ করতে হয় সেসব প্রতিরোধের কারণে শোধ করা মূল্যের চেয়ে অনেক গুণ বেশি ; আধিপত্যকামী ও খোদাদ্রোহী ব্যবস্থার প্রকৃতিই হল জল্লাদিপনা এবং তারা এমন যে ঘাড় নিচু হয়ে থাকে তা তারা কেটে ফেলে।

ইরানর সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেছেন, টপশ্চিমা তথ্য-সাম্রাজ্যবাদ নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরে প্রতিরোধ আন্দোলনকে ভীত-সন্ত্রস্ত করতে চায় কিন্তু প্রতিরোধ হয়ত আহত হয়েছে কিন্তু ভীত-সন্ত্রস্ত হবে না। প্রতিরোধ আন্দোলন দুনিয়ায় গৌরব ও বিজয় বা শাহাদতের অধিকারী হয় এবং পরকালে আল্লাহর নৈকট্য অর্জন করে। পৃথিবীতে ঘৃণ্য ও অভিশপ্ত হওয়াকে এবং ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করা  ও পরকালে আল্লাহর নির্ধারিত ক্রোধের জাহান্নামকেও ভয় করা উচিত।

ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আবদুররাহিম মুসাভি আরও বলেছেন,  প্রতিরোধ আন্দোলন শহীদদের রক্তে সতেজ হয়েছে ও আগের চেয়েও শক্তিশালী হবে; আর দাম্ভিক-সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী চক্রকে তাদের ক্ষমতার অগভীর বা বাহ্যিক মসনদেই বিধ্বস্ত করবে।  

পার্সটুডে