ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ পিএম

ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে


ইরানের একজন সিনিয়র কর্মকর্তা তার দেশের সক্ষমতা ও সামরিক শক্তিকে ‘বিশাল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের এই শক্তিমত্তার কারণেই তেহরানের বিরুদ্ধে আমেরিকাসহ তার মিত্রদের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানের প্রভাবশালী স্ট্রাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।  তিনি বলেন, “আমাদের সক্ষমতা বিশাল এবং বিষয়টি আমাদের সকল শত্রু, সে সক্রিয় হোক বা নিষ্ক্রিয়, সবার জানা আছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ নানাভাবে চাপ প্রয়োগ করে তেহরানকে ওয়াশিংটনের কাছে নতিস্বীকার করতে বাধ্য করার প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।

আমেরিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ইহুদিবাদী ইসরাইলের ইরানবিদ্বেষী তৎপরতার কথা উল্লেখ করে খাররাজি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পণ্ড করার এবং এদেশের ইসলামি শাসনব্যবস্থা উৎখাত করার জন্য তেল আবিব ব্যাপকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

আমেরিকা ও ইসরাইলের এই হুমকিতে ইরান ভয় পায় কিনা- জানতে চাইলে ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের এই হুমকি যেমন নতুন নয় তেমনি তাতে আশ্চর্য হওয়ারও কিছু নেই। আমরা অতীতের মতো এসব হুমকি প্রতিহত করব।

পার্সটুডে