ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১২:০১ এএম

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা


দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না- এটাতো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে- সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। 

বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যে দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা রিজওয়ানা বলেন, এসব প্রশ্নের উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে। 

তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা সরকারের ওপর নির্ভর করছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো মতামত জানায়নি। এ ব্যাপারে কোনো অবস্থানও নেয়নি। হাইকোর্টে এ রকম একটি বা দুটি পিটিশন হয়েছিল। সেগুলোর একটি প্রত্যাহার করা হয়েছে, আরেকটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছেন।

শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, এ ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। সেটিও আমরা বলেছি। সেখানে ব্যতিক্রম আছে সেটিও আমরা বলেছি। 

তিনি আরও বলেন, ভারত কি অবস্থান নেবে সেটা তাদের ব্যাপার। একটি অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত অবস্থানের দিকেও যাওয়া যায়। এগুলো ভবিষ্যতের জন্যই আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হলো- শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। যদি তার উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করা হবে।