ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, ইলন মাস্কের সমালোচনা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, ইলন মাস্কের সমালোচনা

যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।  

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।  

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম *এক্সে* মন্তব্য করেন, "দুর্নীতিবিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত।" তিনি আরও বলেন, শিশুকল্যাণের দায়িত্বে থাকা একজন মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন।  

টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করলেও জানান, সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে পদত্যাগ করেছেন তিনি। সমালোচকরা টিউলিপের লন্ডনের দুটি ফ্ল্যাট গোপন করার ঘটনা ও বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইতোমধ্যে সিদ্দিকের স্থানে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে এখনো ব্রিটিশ রাজনীতিতে আলোচনার ঝড় চলছে।