ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বাইডেন বিদায়ী ভাষণে ধনিকতন্ত্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

বাইডেন বিদায়ী ভাষণে ধনিকতন্ত্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার রাজনৈতিক জীবনের ইতি টানলেন। বুধবার (১৫ জানুয়ারি) বিদায়ী ভাষণে বাইডেন দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।  

ওভাল অফিস থেকে দেওয়া এই বিদায়ী ভাষণে বাইডেন বলেন, "যুক্তরাষ্ট্রে একটি বিপজ্জনক ধনিকতন্ত্র গড়ে উঠছে, যা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি।" বিশেষ করে প্রযুক্তি খাতের শীর্ষ ধনীদের ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।  

বাইডেন আরও বলেন, "একটি টেক-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমেরিকানদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে।" জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি সতর্ক করেন, শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো পরিবেশ সুরক্ষার পদক্ষেপগুলো নষ্ট করতে চায়।  

তথ্য বিভ্রান্তি নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, "আমেরিকানরা এখন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যের সুনামির নিচে চাপা পড়ছে।" এসময় সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।  

বাইডেন ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনকে শুভকামনা জানালেও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।  

বিদায়ী ভাষণের দিন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাও দেন বাইডেন। এই চুক্তি কার্যকর হবে ১৯ জানুয়ারি, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে।  

বিদায়বার্তায় বাইডেন বলেন, "আমাদের একসঙ্গে করা কাজের বীজ আগামী প্রজন্মের জন্য ফল দেবে। গণতন্ত্রকে আগলে রাখুন।"