ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। বুধবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 


পদোন্নতিপ্রাপ্তরা উপসহকারী পরিচালক পদে উন্নীত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ১২ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন পদে তাদের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জেলায় জেলা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।  

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “জেলা পর্যায়ে দুর্যোগ ও দুর্ঘটনায় সাড়া প্রদানের ক্ষেত্রে এই কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রতিষ্ঠান ও সরকারের মর্যাদা উজ্জ্বল করবেন।”  


অনুষ্ঠানে মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও নিষ্ঠার উপর জোর দেন। তিনি আরও বলেন, জান-মালের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মদক্ষতা এই লক্ষ্য পূরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এ ধরনের পদোন্নতি কর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

পদোন্নতি প্রাপ্তদের জন্য রইল শুভকামনা। দায়িত্ব পালনে তাদের আন্তরিকতার প্রভাব কতটা দৃশ্যমান হবে, সেটাই এখন দেখার বিষয়।