ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

জামায়াত নেতা কর্তৃক কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

জামায়াত নেতা কর্তৃক কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নিয়েছেন। দোষীদের শাস্তি ও সুষ্ঠু বিচার দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশনের কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং তার ভাই অ্যাডভোকেট কাউসার আলমসহ দলীয় কর্মীরা অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তারা অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন।  

কুমিল্লা সিটি কলেজের একজন শিক্ষক বলেন, “অধ্যক্ষকে যেভাবে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি দাবি করি।” 

অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরী অভিযোগ করে বলেন,  “আমি প্রতিদিনের মতো কাজ করছিলাম। তখন ইফতেখার আলমসহ কয়েকজন এসে আমাকে গালিগালাজ ও হুমকি দেয়। বিষয়টি আমি থানায় জানিয়েছি এবং কলেজ পর্ষদ আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”  

অধ্যক্ষের বিরুদ্ধে ইফতেখার আলম ভুঁইয়ার বক্তব্য,  “অধ্যক্ষ আওয়ামী লীগের। আমি কলেজকে ফ্যাসিস্ট মুক্ত করতে গেছি। এত বছর ধরে আওয়ামী লীগ এ কলেজ দখল করে রেখেছে।”  

এদিকে, কলেজ পর্ষদের সদস্য ওমর ফারুক রিপন বলেন, “অধ্যক্ষ কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করেন না। তিনি শিক্ষার্থীদের সমর্থনে সবসময় সক্রিয় ছিলেন। এটি তার ব্যক্তিগত সততা ও দায়িত্ববোধের পরিচায়ক। তাকে হেনস্তা করা পুরোপুরি অযৌক্তিক।”  

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদ। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়।  

কুমিল্লা সিটি কলেজে অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনায় উত্তেজনা বাড়ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সবাই।