এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
ফরিদপুরে প্রায় ১০ বছর আগে কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে ফারুক ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামুন শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। সাজাপ্রাপ্ত মামুন শিকদার গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা। তবে বর্তমানে সে পলাতক।
২০১৫ সালের ১৬ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে কেরাম খেলার ১০ টাকা নিয়ে বিরোধে ফারুক ফকিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান ফকির ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পিপি মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, “তদন্তে একমাত্র আসামী মামুন শিকদারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। বিচারক তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত।”
মামলার তদন্তে জানা যায়, কেরাম খেলার সময় ফারুক ফকিরের ভাতিজার সঙ্গে মামুনের তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তেজিত মামুন ফারুককে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে সাজাপ্রাপ্ত মামুন শিকদার পলাতক থাকায় তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।