ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

এবার সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আবারও উত্তেজনা। শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।  

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে দহগ্রামের সরকারপাড়া সীমান্তে ৪১ নম্বর পিলার এলাকার কাঁটাতারের বেড়ায় খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, বেড়ার কারণে এমনিতেই তাদের চলাচলে সমস্যা হচ্ছে। বোতল ঝুলানোর পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।  

এর আগে, ১০ জানুয়ারি আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন করে। বিজিবি বাধা দিলেও তারা বেড়া তৈরি বন্ধ করেনি। এখন নতুন করে বোতল ঝুলিয়ে সীমান্তে টহল আরও জোরদার করেছে বিএসএফ।  


স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, “কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়েছে। আমাদের মনে হচ্ছে, তারা ইচ্ছে করেই আতঙ্ক তৈরি করছে। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।”  

স্থানীয় কৃষকরা বলছেন, তারা মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন। শূন্যরেখার আশপাশে বিএসএফ সার্বক্ষণিক ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে।  

স্থানীয় কৃষক জমশের আলী বলেন, “আমাদের দাবি, এই এলাকায় বিজিবির আরও ক্যাম্প স্থাপন করা হোক। আমাদের নিরাপত্তা বাড়ানো জরুরি।”  

এ বিষয়ে ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন জানান, বোতল ঝুলানোর বিষয়টি নিরাপত্তাজনিত। বিএসএফ নিজেদের বেড়া রক্ষায় এটি করেছে। তবে সীমান্তের বাসিন্দারা বিষয়টি নিয়ে চিন্তিত।  

সীমান্তে বেড়া ও বোতল ঝুলানো নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবাসীরা দ্রুত সমাধান চায়।