ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী: ঢাকায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম

কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী: ঢাকায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আজ ১৭ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

কমরেড অমল সেন ১৯১৪ সালে নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৩ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনের কিংবদন্তী পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন এবং দীর্ঘ সময় পাকিস্তানি সরকারের রোষানলে পড়েন। ১৯৭১ সালে জেল ভেঙে মুক্ত হয়ে ভারত থেকে দেশে ফিরে বিপ্লবীদের সংগঠিত করার জন্য ‘খোলা চিঠি’ দেন।  

অমল সেন ১৯৭২ সালে পিকিং-মস্কো ধারার বিপরীতে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি গঠন করেন এবং পরবর্তীতে তা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হিসেবে পরিচিতি লাভ করে। তাঁর বিপ্লবী চিন্তা, বিশেষত ‘জনগণের বিকল্প শক্তি’ নামক ভাবনা, কমিউনিস্ট আন্দোলনের জন্য অমূল্য অবদান রাখে।  

আজকের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির নেতৃবৃন্দ। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সহ প্রগতিশীল বিভিন্ন সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কমরেড অমল সেনের কর্মময় জীবন ও সংগ্রাম আজও বামপন্থী আন্দোলনের প্রেরণা হয়ে রয়ে গেছে।  

আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি কমরেড অমল সেনের বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পালন করা হয়।  

ঢাকায় কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।