এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম সংস্কার অত্যন্ত জরুরি, যাতে সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সাংবাদিকরা পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই” ব্যানারে আয়োজিত “গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের মাধ্যমে ফোন কলের মাধ্যমে গণমাধ্যম প্রভাবিত করা হয়েছে। এমনকি আইসিটি আইনের অপব্যবহার করে সাংবাদিকদের ওপর অন্যায় চাপ সৃষ্টি করা হয়েছে।”
কপিরাইট সুরক্ষার গুরুত্ব উল্লেখ করে শফিকুল আলম বলেন, “আপনি দুই মাস পরিশ্রম করে একটি প্রতিবেদন তৈরি করলেন, আর সেটি অন্য কেউ এক সেকেন্ডে কপি করে নিল। এটি সাংবাদিকদের আয়ের উৎস নষ্ট করছে। কপিরাইট ইনফোর্সমেন্ট অত্যন্ত জরুরি। যারা সংবাদ চুরি করে সংবাদমাধ্যম চালান, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি ব্যয়বহুল পেশা। সাংবাদিকদের উপযুক্ত বেতন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের গার্মেন্টস সেক্টরের কর্মীরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করতে পারলে সাংবাদিকরা কেন পারবে না?”
আলোচনা সভায় ১৩টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়:
১. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ।
২. পেশাদারিত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠা।
৩. সরকারি নিয়ন্ত্রণ রোধে স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠন।
৪. মালিকানা ও অর্থায়নের স্বচ্ছতা।
৫. সাংবাদিকদের চাকরির নিরাপত্তা।
৬. বেতন কাঠামো সংস্কার।
৭. সাইবার নিরাপত্তা আইনের সংস্কার।
৮. সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন।
৯. বাজেটে গণমাধ্যমের জন্য বরাদ্দ।
১০. গণমাধ্যম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ।
১১. আঞ্চলিক ও বিকল্প গণমাধ্যমের উন্নয়ন।
১২. তথ্য প্রবাহ নিশ্চিতকরণ।
১৩. জনগণের অংশগ্রহণ বৃদ্ধি।