এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় উত্তরা দিয়াবাড়ী খালপাড় এলাকার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো হত্যা মামলার অন্যতম আসামি মামুন মণ্ডল রূপায়ণ সিটিতে লুকিয়ে আছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ মোট ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সময় মামুন মণ্ডল রূপায়ণ সিটিতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।