এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
নবানির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে ওই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি ওই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পলিটিকো।
সেখানে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্টের সাথে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।