ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

হাকিমপুরে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন


হিলি (দিনাজপুর) সংবাদদাতা   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

হাকিমপুরে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার বিকেল ৪টায় জাংগই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রেজা বিপুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ আরও অনেক নেতা।  

সম্মেলনের আগে জাংগই বাজারে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে পথচারী, ভ্যানচালক ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।  

অনুষ্ঠানে বক্তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।