এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল অংশীজনের মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে সুচিন্তিত মতামত আহ্বান করা হচ্ছে। এসব মতামত চিঠির মাধ্যমে পাঠানো যাবে। চিঠি পাঠানোর ঠিকানা: মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়। অভিমত প্রদান করার শেষ তারিখ ২৩ জানুয়ারি।
সরকার জানিয়েছে, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সংশোধিত ঘোষণাপত্র জনগণের উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রথমে জানান, ওই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তবে একদিন পর তিনি জানান, সরকার নিজেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে।
সরকারের এই পদক্ষেপকে অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রক্রিয়া দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।