ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

চলন্ত গাড়িতে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ! নারকীয় ঘটনা উত্তরাখণ্ডে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুন, ২০২২, ০১:০৬ পিএম

চলন্ত গাড়িতে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ! নারকীয় ঘটনা উত্তরাখণ্ডে

চলন্ত গাড়িতে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ! নারকীয় ঘটনা উত্তরাখণ্ডে

 ফাঁকা রাস্তায় মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর মা। হঠাৎই তাঁদের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। লিফট দেওয়ার জন্য সম্মত হয়। গাড়িতে উঠে পড়েন তাঁরা। কিন্তু তখনও ভাবেননি কী বিপদ অপেক্ষা করে আছে তাঁদের ভাগ্যে। গাড়িতে তুলে মা ও ছয় বছরের নাবালিকাকে গণধর্ষণ (Gangraped) করল এক ব্যক্তি ও তার বন্ধুরা! এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকিতে। পুলিশ সূত্রে খবর, পিরান কালিয়ার থেকে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে। তখনই একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁদের সামনে। কোথায় যাবে, জানতে চেয়ে গন্তব্যে পৌঁছে দেবে বলে জানায়।

অভিযোগ, গাড়িতে উঠতেই ওই মহিলা দেখেন গাড়িতে আরও কয়েকজন রয়েছে। প্রথমে কোন সন্দেহ হয়নি, তবে গাড়ি চলতে শুরু করতেই সবাই মিলে ওই মহিলা ও তাঁর মেয়েকে উক্তক্ত করতে থাকে। গাড়ি থামাতে বললে গাড়ি দাঁড়ায় না। চলন্ত গাড়ির মধ্যেই ওই মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তারা। পরে একটি খালের কাছে ফেলে চম্পট দেয়।

 মাঝ রাতে কোনভাবে ওই মহিলা পৌঁছান থানায়। পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, মহিলার থেকে শুধু গাড়ির চালকের নাম জানতে পারা গেছে। সোনু নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিল। তবে গাড়ির মধ্যে কতজন ছিল তা বলতে পারেননি তিনি। বর্তমানে রুরকির হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে