এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ এএম
“ক্রিকেট মানেই যেন ব্যাটারদের দাপট—বড় বড় ছক্কা আর ঝোড়ো ইনিংস। বোলারদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে ব্যাটিং আধিপত্যের এই যুগ। তবে এবার ক্রিকেটের গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তনের আভাস দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ওয়াইড বলের নিয়মে বোলারদের জন্য কিছুটা স্বস্তি আনার চিন্তাভাবনা করছে।